এক সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়েছে ১২ শতাংশ: স্বাস্থ্য অধিদফতর

|

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

এক সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণ ১২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ২২ জানুয়ারী পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ শতাংশ। প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। দেশে এখন পর্যন্ত অমিক্রনে শনাক্ত রোগীদের যেসব লক্ষণ দেখা যায় তাতে নাক দিয়ে পানি পড়া অন্যতম। এছাড়া হাঁচিকাশিও ছিলো বেশিরভাগ ক্ষেত্রে। রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply