সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
নাটোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী মাসুরা বেগম ও তার তিনবছর বয়সী কন্যাশিশু মাহমুদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী আব্দুস ছাত্তার। এ ঘটনায় আব্দুস ছাত্তারকে আটক করেছে পুলিশ। গতরাতের কোনো এক সময় শহরের চৌকিরপাড় এলাকায় তাদের নিজ বাসায় এ ঘটনাটি ঘটে।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে মরদেহ দুইটি বস্তাবন্দি করার সময় পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা আব্দুস ছাত্তারকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য মাসুরা বেগমের সাথে স্বামী আব্দুস সাত্তারের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতরাতে খাওয়া শেষে আব্দুস সাত্তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে ঘরে ঘুমাতে যায়।
রাতের কোনো এক সময় আব্দুস সাত্তার তার স্ত্রী মাসুরা বেগম ও কন্যা সন্তান মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে লুকিয়ে রাখে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। এ সময় আব্দুস সাত্তার ছেলেকেও মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে। পরে দুপুরে মরদেহ দুইটি গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করার সময় পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
/এডব্লিউ
Leave a reply