আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত খসড়া আইন বিল আকারে সংসদে উত্থাপিত হয়েছে রোববার (২৩ জানুয়ারি)।
এদিন জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে এই বিল উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এরপর যাচাই-বাছাইয়ের জন্য এটি পাঠানো হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। এ বিষয়ে ৭ দিনের মধ্যে কমিটিকে বিস্তারিত জানাতে বলা হয়েছে।
এ সময় আইনমন্ত্রী সংসদে বলেন, নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতেই এই বিল। বিল উত্থাপনের বিরোধিতা করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশীদ। তবে, তা কন্ঠভোটে নাকচ হয়। হারুনুর রাশীদের অভিযোগ, এই বিল দিয়ে সংকটের কোনো সমাধান হবে না।
Leave a reply