কুষ্টিয়ায় ১৭টি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের ৪৩ লক্ষ টাকা জরিমানা

|

কুষ্টিয়ায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদফতর। রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে কুষ্টিয়ার ভেড়ামারার ১৭টি অবৈধ ইটভাটাকে ৪৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে এমএইচটি ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, আরএমবি এবং এম আর আই ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে, মানিক ব্রিকসকে ২ লক্ষ টাকা, এমএইচ ব্রিকসকে এক লক্ষ টাকা, এএমবি ব্রিকসকে ৪ লক্ষ টাকা, আরবিএফ ব্রিকসকে ২ লক্ষ টাকা, এমবিএফ ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিবিএফ ব্রিকসকে ৪ লক্ষ টাকা, ফোরস্টার ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার, এএমবি ব্রিকসকে ২ লক্ষ টাকা, কে এন্ড বি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, এমআরএম ব্রিকসকে ৩ লক্ষ টাকা, এমএসএস ব্রিকসকে ৩ লক্ষ টাকা, এস আরবি ব্রিকসকে ২ লক্ষ ৬০ হাজার টাকা ও একতারা ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ভাটাকে জরিমানা করা হয়।

কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান জানান, কুষ্টিয়া জেলায় মোট ১২৬টি ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৮টি ইটভাটার বৈধ লাইসেন্স রয়েছে। কিন্তু এসব ইটভাটা দীর্ঘদিন ধরে আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনা করে আসছেন। এর মধ্যে অনেকে আবার হাইকোর্টে রিট পরিচালনা করে ইটভাটা পরিচালনা করে আসছেন। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply