কুবির রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ভবনের মূল ফটকে তালা

|

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহেরের পদত্যাগের দাবিতে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।

রোববার (২৩ জানুয়ারি) সকালে কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়। পরে তারা দরজায় তালা ঝুলিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, অনেকদিন ধরেই নিয়োগ প্রক্রিয়া হয়ে আছে স্থবির। বৃদ্ধি হয় না বেতনভাতাও। তাই রেজিস্ট্রারকে সরে দাঁড়ানোর দাবি জানান তারা।

অন্যদিকে কর্মচারীদের আরেকটি অংশ এ আন্দোলনের বিরোধীতা করেছে। তাদের দাবি, এমন কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। রেজিস্ট্রার জানিয়েছেন, জনবল নিয়োগসহ অন্য দাবি পূরণের ক্ষমতা একমাত্র উপাচার্যের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply