বিক্রি হওয়া ১৮ দিনের সেই শিশুকন্যাকে পরিবারের কাছে হস্তান্তর

|

পিরোজপুর প্রতিনিধি:

বিক্রি হওয়া ১৮ দিনের সেই শিশুকন্যাকে ২ দিন জিম্মায় থাকার পর আদালতের আদেশে পূর্ণাঙ্গভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের পরে স্বরূপকাঠীর সমূদয়কাঠী ইউনিয়নের দূর্গাকাঠি গ্রামে বাবা পরিমল বেপারী ও মা কাজলা রানী শিশুকে নিয়ে বাড়িতে ফিরেছেন।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পল্লবেশ্বর কুন্ডুর আদালতের আদেশে শিশুকন্যাটিকে তার প্রকৃত বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, আমরা শিশুকন্যাটিকে বৃহস্পতিবারে উদ্ধারের পরে শুক্র-শনিবার তার পরিবারের কাছে জিম্মায় রেখেছিলাম। আজ রোববার আদালতের আদেশে শিশুকন্যাটিকে তার প্রকৃত বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হলে তারা শিশুটিকে নিয়ে বাড়িতে গেছেন।

উল্লেখ্য, স্বরূপকাঠীর সমূদয়কাঠী ইউনিয়নের দূর্গাকাঠি গ্রামের পরিমল বেপারী ও মা কাজলা রানী তাদের সংসারে অভাবের কারণে ১৮ দিনের শিশুকন্যা বিক্রি করে দেন। পরে সেই বিক্রির টাকা নিয়ে প্রতারণা করা হয়। পরে শিশুটি তার বাবা-মায়ের কাছে জিম্মায় দেওয়া হয়েছিল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply