তুষার ঝড়ে নাকাল কানাডা। এরই মধ্যে অনেক রাজ্যে অতিরিক্ত তুষার ঝড়ের কারণে বন্ধ করে দেয়া হয়েছে খাবারের দোকানও। এমন পরিস্থিতির মধ্যে এক ক্ষুধার্ত ব্যক্তি কোমর পরিমাণ তুষারপাতের মধ্যে হেঁটে একটি রেস্টুরেন্টে খাবার আনতে গিয়ে খুবই হতাশ হয়ে পড়েন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখতে পান রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। ফলে তিনি কিছুক্ষণ দোকানের সামনে বসেন। পরে মন খারাপ করে তিনি সেখান থেকে চলে যান। এমন দৃশ্য ধরা পড়েছে ওই রেস্টুরেন্টের সিসিটিভির ফুটেজে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলছেন, আমরা জানি না আপনি কে? তবে আপনি যেহেতু আমাদের রেস্টুরেন্টে এসেছেন সেক্ষেত্রে আপনি আমাদের একজন সম্মানিত ক্রেতা। আমাদের রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনার হতাশায় আমরা খুবই ব্যথিত। তবে আশা করছি খুব দ্রুত আপনার সাথে দেখা হবে।
/এনএএস
Leave a reply