Site icon Jamuna Television

রমনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

রাজধানীর রমনা থানার সার্কিট হাউস মসজিদের সামনে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ট্রাকের চাপায় নুরে আলম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তুহিন নামে আরও একজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর সকাল পৌনে ৮টার দিকে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরে আলকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহত তুহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি রমনা থানায় জানানো হয়। এদিকে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। তবে ট্রাকটি পুলিশ জব্দ করেছে বলে জানা যায়।

/এডব্লিউ

Exit mobile version