Site icon Jamuna Television

বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থানের গুজব

আবারও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয়। দেশটির বেশ কয়েকটি সেনানিবাসে গোলাগুলির ঘটনার পর সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়েছে পড়ে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বুরকিনা ফাসোর ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে সেনা অভ্যুত্থানের অভিযোগ নাকচ করে দিয়েছে বুরকিনা ফাসো সরকার।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, রোববার রাজধানী ওয়াগাদুগুর সাংগুলে লামিজানা সেনানিবাসে ব্যাপক গোলাগুলি হয়। এরপরই ওয়াগাদুগুর কাছের বিমানঘাঁটি এবং পার্শ্ববর্তী কায়া এলাকায় একটি সেনাক্যাম্পেও সহিসংতার খবর পাওয়া যায়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ে। পড়ে সরকারের পক্ষ থেকে গোলাগুলির বিষয়টি স্বীকার করা হলেও, অভ্যুত্থানের অভিযোগ নাকচ করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালেও দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল।

/এডব্লিউ

Exit mobile version