Site icon Jamuna Television

পশ্চিমা শক্তিগুলোর সাথে তালেবানের প্রথম বৈঠক

আফগানিস্তানে সরকার গঠনের পর প্রথমবারের মতো পশ্চিমা শক্তিগুলোর সাথে বৈঠকে বসেছে তালেবান।

রোববার (২৩ জানুয়ারি) নরওয়ের রাজধানী অসলোতে তিনদিনের এই বৈঠক শুরু হয়েছে। আলোচনা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বৈঠকে অংশ নিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র ও নরওয়ের প্রতিনিধিরা। আফগানিস্তানে চলমান মানবিক বিপর্যয়, মানবাধিকার সংকট ও ত্রাণ ইস্যু নিয়ে আলোচনা হবে বৈঠকে।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নানামুখি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা দেশগুলো। এতে ধসে পড়েছে দেশটির অর্থনৈতিক ব্যবস্থা। দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানের ৯৫ শতাংশ মানুষই খাদ্য সংকটে ভুগছে।

/এডব্লিউ

Exit mobile version