যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন হক অহনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আমির হোসেন বাবুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অহনের ওপর হামলাকারী সন্ত্রাসীর ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
প্রসঙ্গত, শনিবার (২২ জানুয়ারি) বিকেলে বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন অহন এবং ভিডিও জার্নালিস্ট আহসান। পরে শনিবার রাতেই তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
হামলার শিকার অহন জানান, রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা করে ওই সন্ত্রাসী। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগীকে ডেকে আনে মূল হামলাকারী। এ সময় ছবি ধারণ করার চেষ্টা করলে ভিডিও জার্নালিস্ট ও ক্যামেরার ওপরও হামলা করে তারা। সন্ত্রাসী হামলায় আহত হন অহন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরাও সন্ত্রাসী বাবু ও তার সহযোগীদের বেপরোয়া আচরণের কথা জানিয়েছে।
/এডব্লিউ
Leave a reply