খালেদা জিয়ার চিকিৎসায় বিএসএমইউ’র ওপর আস্থা রাখতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সুচিকিৎসার কোন ঘাটতি হবে না। আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার প্রয়োজন আছে কিনা তা জানাবেন তার চিকিৎসকরা।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের দুজন চিকিৎসক ও তার ব্যাক্তিগত চিকিৎসক দেখার পর তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে এনেছেন।
Leave a reply