উপাচার্য ও শিক্ষার্থীদের জন্য আনা খাবার ফিরিয়ে দিলো শাবিপ্রবির আন্দোলনকারীরা

|

উপাচার্য ও শিক্ষার্থীদের জন্য আনা খাবার ফিরিয়ে দিয়েছেন শাবিপ্রবির আন্দোলনকারীরা।

উপাচার্য ও শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা খাবার ফিরিয়ে দিয়েছেন শাবিপ্রবির আন্দোলনকারীরা।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে শিক্ষকদের একটি দল উপাচার্য ও অনশনকারীদের জন্য খাবার নিয়ে আসলে তাদের পথরোধ করেন আন্দোলনকারীরা। শিক্ষকরা তাদের অনুরোধ করলেও তারা তা মেনে নেয়নি। এক পর্যায়ে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন তারা। এ সময় উপাচার্যের বাসভবনের সামনে শুয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী। পরে খাবার ফেরত নিয়ে যেতে বাধ্য হন শিক্ষকরা।

শিক্ষকরা উপাচার্য ও শিক্ষার্থীদের জন্য খাবার আনলে তাদের বাধা দেন আন্দোলনকারীরা।



শাবিপ্রবির প্রক্টর মো. আলমগীর কবির জানান, গতকাল সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার পর থেকে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন উপাচার্য। শারিরীকভাবেও তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, টানা ছয়দিন ধরে শিক্ষার্থীরা গুরুতর অবস্থায় অনশন করলেও তাদের দাবি মেনে নেয়ার কোনো ইচ্ছে উপাচার্যের নেই। তাই বাধ্য হয়েই উপাচার্যের বাসভবনে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের দাবি না মানলে অনশন কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা।

এদিকে, দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল, রোড পেইন্টিংসহ নানান কর্মসূচি পালন করছে শাবিপ্রবির শিক্ষার্থীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply