মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালিত ‘ডুব’ ছবিতে প্রথম বাংলাদেশের চলচ্চিত্রের সাথে যুক্ত হন ভারতীয় অভিনেত্রী পার্নো মিত্র। আবারও ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এক হলো দুই বাংলা। নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবি ‘বিলডাকিনী’। এই ছবিতে অভিনয় করছেন পার্নো। এরই মধ্যে নওগাঁয় যুক্ত হয়েছেন শুটিংয়ে। খবর আনন্দবাজার পত্রিকার।
এই ছবিতে পার্নোর চরিত্রের নাম হনুফা। হনুফার জীবন-সংগ্রাম নিয়েই তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। এই ছবিতে পার্নোর সঙ্গে অভিনয় করছেন অভিনেতা মোশারফ করিমও।
মোশারফ করিমকে নিয়ে উচ্ছ্বসিত পার্নো সংবাদমাধ্যমকে জানান, মোশারফ করিমের অনেক নাটক দেখেছি। ‘টেলিভিশন’ সিনেমাটাও দেখা। যখন শুনেছি বিলডাকিনী-তে তিনি অভিনয় করছেন, আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম। এ কয়দিন কাজের অভিজ্ঞতায় ভালো করে বুঝেছি মোশারফ করিম কত ব্রিলিয়ান্ট একজন অভিনেতা। একই সঙ্গে উনি দারুণ মানুষও।
আরও পড়ুন: ‘পুষ্পা’র সাফল্যের পর আল্লু অর্জুনকে আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব
বাংলাদেশে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পার্নো বলেন, এর আগে ‘ডুব’ সিনেমার শুটিং করেছিলাম বাংলাদেশে। সেটার অভিজ্ঞতাও খুব ভালো ছিল। এবার যেখানে শুটিং করছি সেটা একটা গ্রাম। এখানকার মানুষ খুব ভালো। সহযোগিতা, ভালবাসা সবই পাচ্ছি। শুটিংচলাকালে রাতে নদীতে একটা শুট ছিল। অনেক দেরি হলো কাজ শেষ হতে। কাজ শেষে পাশের বাড়ির মানুষেরাই আমাদের থাকতে ও খেতে দিয়েছেন। এই ভালবাসা অভিভূত করেছে আমাকে।
এসজেড/
Leave a reply