পাবনায় নৈশপ্রহরীর সাহসিকতায় ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

|

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে নৈশপ্রহরীর সাহসিকতায় ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া (বটতলা) এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।

জানা যায়, রোববার রাতে রাজাপুর বাজার থেকে একটি কালো রঙের প্রাইভেটকার মুলাডুলির আড়পাড়া বটতলা এলাকায় আসে। এ সময় প্রাইভেটকার থেকে এক ব্যক্তি নেমে চারদিকে তাকাচ্ছিলেন। তার চলাচলে সন্দেহ হওয়ায় নৈশপ্রহরী নয়ন মোল্লা তাদের দিকে এগিয়ে আসেন। এ সময় তারা চলে যাওয়ার চেষ্টা করলে নয়ন প্রাইভেটকারটির সামনে দাঁড়ান এবং তাদের পরিচয় জানতে চান। তারা আরআরপি ফিড মিলের গাড়ি বলে পরিচয় দিলে নয়ন তাদের চলে যেতে দেন।

পরে তারা আরআরপি ফিড মিলে না ঢুকে দ্রুত পালিয়ে যেতে চাইলে নয়ন আবারও তাদের গাড়ির গতিরোধ করে সামনে দাঁড়ান এবং চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীসহ বাকি নৈশপ্রহরীরা এগিয়ে আসেন এবং তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তাদের ডাকাত বলে সম্বোধন করলে তাদের মধ্য থেকে একজন দৌঁড়ে পালিয়ে যান। আর বাকি ৪ জনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জনি আহম্মদ (২৭), মাহাবুব (৪০), বাচ্চু (২৭) ও রকি (২৬)। তারা কুষ্টিয়া জেলার বাসিন্দা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার, তালা কাটার যন্ত্র এবং অটো চাবি উদ্ধার করা হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply