স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌন হয়রানির অভিযোগে ক্লিনটন বাড়ৈ (২৫) নামে এক যুবককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান এ সাজা প্রদান করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, উপজেলার শুয়াগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে শুয়াগ্রামের স্টিফেন প্রবীর বাড়ৈর ছেলে ক্লিনটন বাড়ৈ যৌন হয়রানি করে।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ক্লিনটনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্লিনটনকে ৬ মাসের সাজা প্রদান করেন।
Leave a reply