দুই ভাইয়ের একসঙ্গে জুটি বেধে খেলার দৃশ্য দেখা যায় হরহামেশাই। তবে বাবা ও ছেলের একসঙ্গে খেলা সচরাচর দেখা যায় না। এবার তেমনই এক বিরল দৃশ্য দেখলো ক্রিকেটবিশ্ব।
গত শুক্রবার (২১ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে শারজাহ টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। আসরে বুখাতির এলিভেন নামের একটি দলের হয়ে একই সঙ্গে খেলতে নামেন আফগানিস্তানের ক্রিকেট তারকা মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান খান।
লিগ ক্রিকেটে ছেলের সঙ্গে একই দলের হয়ে খেলে ইতিহাস গড়ার পর গণমাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাতকারে নবি বলেন, আমার আশা ছিল আমরা একবার একই সঙ্গে খেলব। আমার আশা আমরা জাতীয় দলেও একই সঙ্গে খেলতে পারব।
নবি আরও বলেন, আমি আফগানিস্তানের হয়ে ও লিগে আরো কয়েক বছর খেলার চেস্টা করব। আশা করি হাসান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলবে। তারপর জাতীয় দলে খেলার যোগ্যতা হলে একসঙ্গে খেলবো।
জেডআই/
Leave a reply