জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের লেকচার হলে বন্দুকধারী এক শিক্ষার্থীর গুলিতে নিহত হয়েছেন একজন। স্থানীয় সময় সোমবারের (২৪ জানুয়ারি) এই হামলায় আহত হয়েছে আরও তিনজন। একসময় ওই হামলাকারী নিজেকে গুলি করে আত্মহত্যা করে।
প্রশাসন জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের লেকচার হলে ঢুকে হামলা চালায় ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী। এসময় তার কাছে দুটি বন্দুক ছিল। বিবিসি তাদের খবরে বলছে তার কাছে একটি বড় বন্দুক ছিল। হামলার পেছনে রাজনৈতিক বা ধর্মীও কোনো ইস্যু ছিলো কিনা তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
তবে হামলাকারীর বাসায় তল্লাশি চালিয়ে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি বার্তা পায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে মানুষকে সাজা দেয়ার কথা উল্লেখ ছিল। বন্দুক হামলার পরপরই গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
/এডব্লিউ
Leave a reply