যুক্তরাষ্ট্রে ফেরানোর রায়ে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ

|

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের পক্ষে রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বছরের জানুয়ারিতে নিম্ন আদালত অ্যাসাঞ্জকে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আবেদন প্রত্যাখ্যান করেছিল। এই রায়ের বিরুদ্ধে আপিল করে গত মাসে জয়ী হয় যুক্তরাষ্ট্র। এতে করে অ্যাসাঞ্জকে ফিরিয়ে নিয়ে গুপ্তচরবৃত্তিসহ মোট ১৮টি অভিযোগের মুখোমুখি করার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে আপিলের অনুমতির ফলে সেই প্রক্রিয়া আপাতত থমকে গেলো।

২০১০ ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়ে আলোচনায় আসেন অ্যাসাঞ্জ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply