বিএনপির কাছে নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন সরকারই ফ্যাক্টর: গয়েশ্বর

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির কাছে নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন সরকারই ফ্যাক্টর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তিতে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনকালীন সময়ে অরাজনৈতিক লোকদের দিয়ে সরকার গঠন করতে হবে। এসময় তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে সরকার করোনাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। তবে এই ঢাল মোকাবেলা করেই সরকার পতনের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোকে সরকার বৃদ্ধাঙ্গুলি দেখাতে থাকলে বাংলাদেশ একঘরে হয়ে যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply