Site icon Jamuna Television

‘এখন নির্বাচন হয় না, হয় কারচুপি’

এখন নির্বাচন হয় না, হয় কারচুপি, ভোটহীন কিংবা জালভোটে নির্বাচিত হয়। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার দরকার সবার আগে। বন্দর নগরীর লালদিঘী ময়দানে মহাসমাবেশ এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ অন্যান্য ব্যাংক লুটের ঘটনা ইতিহাসে বিরল। এসব লুটেরাদের বিচার করেনি সরকার। তাই একের পর এক আর্থিকখাতে ধস নামছে। বিকেলে লালদিঘীর ময়দানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বর্তমান সরকারের উন্নয়নের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, উন্নয়নের নামে ব্যাংক লুট করা হচ্ছে। জাতীয় পার্টির শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে এরশাদ বলেন, তার সরকারের আমলে যা উন্নয়ন হয়েছে তা আর কোন সরকার করতে পারেনি। তাই দেশের মানুষ এখন আবারও ক্ষমতায় দেখতে চায় জাতীয় পার্টিকে।

Exit mobile version