Site icon Jamuna Television

বাংলাদেশের সীমানায় এসে বন্যহাতির বাচ্চা প্রসব

নেত্রকোনার দুর্গাপুরে বিজয়পুর সীমান্তে ভারত থেকে আসা হাতির বাচ্চা প্রসবের খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে ভারত থেকে বাংলাদেশ সীমান্তের ধানের জমিতে ধান খেতে আসে এক দল হাতি। বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর একটি হাতি বাচ্চা প্রসব করে।

খবর পেয়ে ভারতের বনরক্ষী বাহিনী ও বাগমারা ক্যাম্পের বিএসএফ, বাচ্চাসহ মা হাতিটিকে ভারত সীমান্তে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ভারত ও বাংলাদেশের হাজারো জনতা হাতি ও হাতির বাচ্চাকে দেখার জন্য সীমান্তে ভিড় জমায়।

বিজয়পুর সীমান্তের কোম্পানি কমান্ডার শাজাহান বলেন, বোরো মৌসুমে প্রায় সময় ভারত থেকে হাতির দল আমাদের দেশে প্রবেশ করে। এ সময় আমরা সীমান্তে টহল জোরদার করি।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version