বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটেনি, জঙ্গিবাদ দমন করতে কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসনের সাথে বৈঠকে বলেছেন এসব কথা বলেন তিনি। বৈঠকে পিটারসনকে মন্ত্রী জানান, যা কিছু করা হয়েছে তাও নিয়মের মধ্যে থেকেই করা।
বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘আমরা ধর্মীয় নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার বিশ্বাস করি। এটাই আওয়ামী লীগের মূলনীতি’। জঙ্গিবাদ কঠোরভাবে দমন না করলে দেশকে চড়া মূল্য দিতে হতো আর অর্থনৈতিক উন্নতিও বাধাগ্রস্ত হতো বলে ডেনিশ রাষ্ট্রদূতকে জানান মন্ত্রী।
মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগ করতে চায় ডেনমার্ক। বাংলাদেশি কৃষিপণ্য এবং ফলকে বিভিন্নভাবে রূপান্তরিত করে সেদেশে রফতানি করবে তারা।

