ওমিক্রন ঠেকাতে নতুন টিকার পরীক্ষামূলক প্রয়োগে ফাইজার-বায়োএনটেক

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মান জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক করোনাভাইরাসের ওমিক্রন ধরন ঠেকানোর উদ্দেশে যৌথভাবে নতুন টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। খবর সিএনএন’র।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) নতুন এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। এর মাধ্যমে ওমিক্রনের বিরুদ্ধে টিকাটির নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা হবে। মাস দুয়েক আগে শনাক্ত হওয়া এই ধরনটির বিরুদ্ধে বর্তমানে বাজারে থাকা কোভিড টিকায় পর্যাপ্ত সুরক্ষা না পাওয়ার আশঙ্কার মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

ফাইজার-বায়োএনটেকের এ পরীক্ষামূলক প্রয়োগে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১ হাজার ৪২০ জনকে নতুন টিকাটি দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply