গত বছর কিউবায় সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতার দায়ে বিচারের মুখোমুখি করা হয়েছে ৭৯০ জনকে। খবর আলজাজিরা।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।
অভিযোগ, গেলো বছর সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে ভাঙচুরসহ সহিংসতা চালায় ওই বিক্ষোভকারীরা। বিবৃতিতে বলা হয়, জনগণের সম্পদ ধ্বংস, সরকারি কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের ওপর হামলা চালায় তারা। এতে চরম অবনতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির।
এরই মধ্যে, ১৭২ জনের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে অভিযোগ। তবে তাদের রায়ের বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। জানা গেছে, অভিযুক্তদের ৫৫ জনের বয়স ১৬ থেকে ১৮ বছর।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে বিরল আন্দোলন দেখা যায় কিউবায়। মহামারি মোকাবেলা ও অর্থনীতিক মন্দা নিয়ে ক্ষোভ জানাতে রাজপথে নামে মানুষ। ঘটে সংঘর্ষের ঘটনাও।
/এসএইচ
Leave a reply