সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকরা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনে নিজের সমর্থন জানান। পাশাপাশি তারা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলেও দাবি করেন।
এর আগে গত ২৪ জানুয়ারি শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে তারা এই প্রতীকী অনশনে বসেন।
এদিকে, ৭ দিন পর শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে পালন করা আমরণ অনশন ভেঙেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার সকাল সোয়া দশটায় শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও দেশবরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক পানি খাইয়ে তাদের অনশন ভাঙেন।
আরও পড়ুন: ১০ হাজার টাকা দিচ্ছি, পারলে আমাকে গ্রেফতার করুক: জাফর ইকবাল
জেডআই/
Leave a reply