রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা ও বিখ্যাত দুর্নীতিবিরোধী ক্যাম্পেইনার আলেক্সেই নাভালনিকে সন্ত্রাসী ও চরমপন্থী হিসেবে তালিকাভুক্ত করেছে ক্রেমলিন প্রশাসন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে , ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং (রসফিন মনিটরিং) নিষিদ্ধ ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক আলেক্সেই নাভালনি ও তার অন্যতম প্রধান সহযোগী লিওবভ সবলসহ অন্যান্য সহযোগীদের নামও রয়েছে।
প্রসঙ্গত, ২০২১ এর জানুয়ারিতে রাশিয়ায় পুতিনের শীর্ষ সমালোচক নাভালনিকে কারাগারে পাঠানো হয়। সেই সাথে তার রাজনৈতিক সংগঠনকে বেআইনি ঘোষণাসহ ভিন্নমতের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ক্রেমলিন। এরপর থেকে নাভালনির সহযোগীরা প্রায় সকলেই রাশিয়া ছেড়েছেন।
/এসএইচ
Leave a reply