সিনারকে হারিয়ে সেমিতে ‘গ্রিক গড’ সিসিপাস

|

দুর্দান্ত জয়ে সেমিতে সিসিপাস। ছবি: সংগৃহীত

ইতালির জেনিক সিনারকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন চতুর্থ বাছাই গ্রিক টেনিস তারকা স্টেফানোস সিসিপাস। বুধবার (২৬ জানুয়ারি) ‘সিনার’কে হারিয়ে সেমিতে ওঠার ঘটনাকে ফক্স স্পোর্টস বর্ণনা করেছে গ্রিক গড সিসিপাসের জয়।

রড লেভার এরেনায় কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই নিজের দাপট দেখিয়ে খেলেন সিসিপাস। প্রথম সেটে জয় তুলে নেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটেও প্রতিপক্ষ জেনিক সিনারকে দাঁড়াতেই দেননি এই গ্রিক তারকা। ৬-৪ গেমের জয় তুলে সেমির পথে এগিয়ে যান। আর তৃতীয় সেটে ৬-৩ গেমের জয়ে তৃতীয়বারের মত নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল।

আরও পড়ুন: মাথায় প্রচণ্ড আঘাত, গোল করেই হাসপাতালে মানে

কোয়ার্টার ফাইনালে এই দুর্দান্ত জয়কে সিসিপাসের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স বলে অভিহিত করেছেন পরাজিত হওয়া ১১ তম বাছাই সিনার। ফেলিক্স অগার অ্যালিয়াসিমে এবং দিমিত্রি মেদভেদেভের ম্যাচ জয়ীর সাথে সেমিফাইনালে লড়বেন সিসিপাস।

আরও পড়ুন: বাবা হলেন যুবরাজ সিং


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply