Site icon Jamuna Television

আত্মসমর্পণ করলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা

দুর্নীতির দায়ে আত্মসমর্পণের পর ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে গ্রেফতার করা হলো। বর্তমানে তিনি কেন্দ্রীয় পুলিশ বিভাগের হেফাজতে রয়েছেন।

শনিবার দিনভর মেটাল ওয়ার্কাস ইউনিয়নের ভবন ঘেরাও করে ছিল লুলা’র সমর্থকরা। এখানেই ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। তাকে পুলিশের গ্রেফতার থেকে রক্ষায় বিক্ষোভ-প্রতিবাদ করেন কয়েক হাজার সমর্থক। তাদের চোখ ফাঁকি দিয়ে দেহরক্ষীদের সহায়তায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন লুলা। দুর্নীতি আর ঘুষ গ্রহণের অভিযোগে সম্প্রতি এই রাজনীতিককে ১২ বছরের কারাদণ্ড দেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট।

লুলা ডি সিলভার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে ফাঁসানো হয়েছে। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। লুলা’র সময়ে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয় ব্রাজিলে।

Exit mobile version