স্প্যানিশ ক্লাব সেভিয়ায় যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অ্যান্থনি মার্শিয়াল। আপাতত ছয় মাসের জন্য ধারে লা লিগার ক্লাবটিতে খেলবেন এই ফরাসি ফরোয়ার্ড।
ইনজুরি আর ফর্মহীনতায় সময়টা ভালো যাচ্ছিল না মার্শিয়ালের। এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা একাদশে এই ফরোয়ার্ড ছিলেন মাত্র দু’টি ম্যাচে। ম্যানইউতে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনের পর তারকা ফরোয়ার্ড এডিনসন কাভানিকেই মূল একাদশে জায়গা পাওয়ার জন্য জোর লড়াই চালাতে হচ্ছে। রোনালদোকে তুলে নিলেও মার্কাস রাশফোর্ডই পাচ্ছেন প্লেয়িং টাইম। তাছাড়া মার্শিয়ালের সাম্প্রতিক পারফরমেন্সও কম সুযোগ আসার অন্যতম কারণ। তাই নিজ থেকেই ক্লাব বদলের ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: বর্ষসেরার ৪ বছরের বড় খেলোয়াড় হলেন সেরা উদীয়মান ক্রিকেটার!
অ্যান্থনি মার্শিয়ালের ক্লাব পরিবর্তনের আগ্রহে সম্মতি দেয় রেড ডেভিলস কর্তৃপক্ষ। পাশাপাশি এই ফরাসি ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহ জানায় সেভিয়া। সব মিলিয়ে ৬ মাসের জন্য যাত্রা হলেও ম্যানইউ শিবিরে তার ফেরার সম্ভবনা খুবই কম।
আরও পড়ুন: শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা
Leave a reply