শাবিপ্রবিতে অবরোধ প্রত্যাহার, তবে ভিসির পদত্যাগে অহিংস আন্দোলনের ঘোষণা

|

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবন ও প্রধান ফটকসহ সব ধরনের অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে, উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অহিংস আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

এর আগে বুধবার (২৬ জানুয়ারি) সকালে শাবিপ্রবির সাবেক শিক্ষক ও লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে আন্দোলনকারী শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন।

একইদিন সন্ধ্যায় শাবিপ্রবির এই আন্দোলনের প্রেক্ষিতে ব্রিফ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ওই সময় শিক্ষার্থীদের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হবে জানিয়ে আন্দোলন কর্মসূচি বন্ধ করার আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হবে বলেও উল্লেখ করেন দীপু মনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply