ফাইজারের পর এবার ওমিক্রন প্রতিরোধে বিশেষায়িত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো মডার্না। বুধবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা দেয় মার্কিন বায়োটেক প্রতিষ্ঠানটি।
বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে নতুন এ ভ্যাকসিন। এতে পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন ৬০০ স্বেচ্ছাসেবী। এদের অর্ধেক ছয় মাস আগে নিয়েছেন মডার্নার ২য় ডোজ। বাকি অর্ধেক নিয়েছেন বুস্টার ডোজও।
একদিন আগেই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে বিশেষায়িত টিকার ট্রায়াল শুরু করে ফাইজার-বায়োএনটেক। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪শ’র বেশি স্বেচ্ছাসেবী।
/এসএইচ
Leave a reply