শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নানা নাটকীয়তা শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন। ইতোমধ্যে গতকাল শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা।
নির্বাচনী প্রচারণা শেষ হলেও দুই প্যানেলের প্রার্থীরাই নির্বাচনী নানা কর্মকাণ্ডে এখনও ব্যস্ত সময় পার করছেন। তবে দুই পক্ষই বলছেন, ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। তবে ফলাফল যাই হোক, শিল্পী সমিতির উন্নয়নের জন্য কাজ করবেন সবাই মিলেমিশেই। শিল্পী সমিতির মূল লক্ষ্য এফডিসি, চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়ন বলেও জানান তারা।
নির্বাচনের ফলাফল যে প্যানেলের পক্ষেই যাক না কেনো, শিল্পীদের সম্পর্ক একই রকম থাকবে বলেও জানান তারা। তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি শিল্পী সমিতির নির্বাচন শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়েছে বলেও জানান তারকারা।
ইউএইচ/
Leave a reply