বাধ্যতামূলক টিকাগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল জার্মানি

|

ছবি: সংগৃহীত

বাধ্যতামূলক টিকাগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল জার্মানির রাজধানী। বুধবারও বার্লিনের রাজপথে নামেন হাজারো বিক্ষোভকারী।

দেশটির পার্লামেন্টে এদিন ভ্যাকসিন নীতিমালা নিয়ে আলোচনা চলছিল। সমালোচিত সিদ্ধান্ত চাপিয়ে না দেয়ার দাবি নিয়ে মাঠে নামেন আন্দোলনকারীরা। জনসমাগমের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ভাগে-ভাগে পার্লামেন্ট ভবন ঘেরাও করেন ক্ষুব্ধ জার্মানরা।

তাদের বক্তব্য, এটি নাগরিক ও মানবাধিকার লঙ্ঘন। অভিযোগ- জার্মানিতে ফিরে আসছে নাৎসিবাদ। বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে মাঠে ছিল পুলিশের দু’হাজারের বেশি সদস্য।

দেশটির ৭৫ শতাংশ মানুষ অন্তত একডোজ ভ্যাকসিন নিশ্চিত করেছেন। তবুও দেড় লাখের ওপর দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে দেশটিতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply