ঢাবি শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

|

বিজয় একাত্তর হল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ১ম বর্ষের এক শিক্ষার্থী গেস্টরুমে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আখতারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির।

অধ্যাপক ড. আবদুল বাছির যমুনা নিউজকে বলেন, রাত সাড়ে ৯টা একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে গেস্টরুমে ডেকে নিয়ে উপরের লাইটের দিকে তাকিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। পরে সেই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার সহযোগীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে তার ইসিজি ও অনান্য টেস্ট করানো হয়েছে। এরপরে তাকে হলে নিয়ে আসলে রাত ৩ টায় আমি গিয়ে তাকে আশ্বস্ত করেছি। সে ৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে।

তিনি আরও বলেন, তার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা নিরূপণের মাধ্যমে কমিটি শীঘ্রই একটি রিপোর্ট জমা দেবেন। সে আলোকে আমরা ব্যবস্থা নেয়া হবে।


/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply