রাজধানীর দখল হয়ে যাওয়া জলাধার উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পঞ্চম দিনের মতো এ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। সকাল ১১টায় সিটি মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
উদ্ধার অভিযানে ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, জলাধার ভরাট করে কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। জলাশয় ভরাট না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। চোখের সামনে গুরুত্বপূর্ণ অনেক জলাধার ভর্তি হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, নগরীর দখল হয়ে যাওয়া সব জলাধার উদ্ধার করা হবে। এগুলো উদ্ধার করে চারপাশ দিয়ে নগরবাসীর হাঁটার পথ তৈরি করা হবে। নগরীর কোনো জলাধার ভরাট করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
/এডব্লিউ
Leave a reply