র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টেকে দেয়া চিঠির ব্যাপারে কোনো তথ্য নেই, এটি ব্যক্তিগত চিঠি। মিট দ্যা রিপোর্টার্সে এমন মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) মিশন প্রধান চার্লস হোয়াটলি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা জানান তিনি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান জানান, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আগ্রহ আছে তাদের। নির্বাচনকে কেন্দ্র করে চলমান ঘটনাপ্রবাহ ও বিভিন্ন পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা।
নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোহিঙ্গা সংকট সমাধানে আবারও প্রত্যাবাসনের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। এ নিয়ে ইইউ মিয়ানমারের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
/এডব্লিউ
Leave a reply