চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের।
শনাক্তের হার আগের দিনের চেয়ে ১ দশমিক ৪৪ শতাংশ বেশি। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। পজেটিভ আসে ১ হাজার ১২১ জনের। শনাক্তের হার ৩৫.৬৭ শতাংশ। সব মিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১ লাখ ১৬ হাজার ৩৬ জন। আর মৃতের সংখ্যা ১ হাজার ৩৫০ জন।
এদিকে সংক্রমণ বৃদ্ধিতে টিকা নিতে মানুষের আগ্রহও বেড়েছে। কেন্দ্রগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নেন নানা বয়সী মানুষ।
Leave a reply