মাদারীপুরের রাজৈরে উপনির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ১০

|

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, নয়াকান্দি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে নৌকার প্রার্থী রেজাউল করিমের সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে স্বতন্ত্রের মহসিন মিয়ার অনুসারীদের। চলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ। এর আগে সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা চলে বিকাল পর্যন্ত।

গত বছরের ১৩ জুলাই রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply