বিপিএলের ঢাকা পর্বে ব্যাটে-বলে মলিন সাকিব

|

ব্যাটে-বলে সাফল্য পাচ্ছেন না সাকিব।

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপের পরে তেমন আলো ছড়াতে পারছেন না। এবারের বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিলেও মলিন ছিল দেশসেরা এই অলরাউন্ডারের পারফরমেন্স।

পয়েন্ট টেবিলে সাকিবের দল তৃতীয় স্থানে থাকলেও তিন ম্যাচে জয় এসেছে কেবল একটিতে। অভিজ্ঞতা ও তারুণ্য নির্ভর দলটিতে ঢাকা পর্বে খুব একটা আলো ছড়াতে পারেননি সাকিব। ৩ ম্যাচে ১২.৩৩ গড়ে তিনি করেছেন মাত্র ৩৭ রান। তার ৯৪.৮৭ স্ট্রাইক রেটও একেবারেই বেমানান টি-টোয়েন্টি ক্রিকেটে। বল হাতে ৩ ম্যাচে ৪ উইকেট দখল করেছেন সাকিব। বোলিং রানআপে পরিবর্তন আনলেও কোথাও হয়তো থেকে যাচ্ছে একটা ঘাটতি।

আরও পড়ুন: দেশীয় প্রযুক্তির ডিআরএস আসছে বিপিএলে

চট্টগ্রাম পর্বে ২৯ তারিখে পরবর্তী ম্যাচ ফরচুন বরিশালের। তবে এখনও নিজেকে মেলে ধরতে পারেনি সাকিব। তাই দলের আগেই মাঠে উপস্থিত হয়ে ঘাম ঝরালেন নেটে। কাজ করেছেন দুর্বলতাগুলো নিয়ে। পরে দলের সাথে যোগ দেন ফিটনেস ট্রেনিংয়েও।

আরও পড়ুন: মান-অভিমান এতটা ফ্যাক্টর নয়: তামিম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply