আশুড়ার বিলের সবুজ শালবন ফেরাতে সরকারের মেগা প্রকল্প

|

দিনাজপুরের নবাবগঞ্জের আশুড়ার বিলের চারপাশে সবুজ শালবনের চোখ জুড়ানো দৃশ্য এখন অতীত।তাই পুরানো রূপে ফিরে পেতে সরকার হাতে নিয়েছে মেগা পরিকল্পনা। তবে বিলের জায়গায় চাষ করা কৃষকরা তুলে ধরেছেন নানা বির্তক।

চারপাশে সবুজের মায়া, ছিল শান্ত বিশাল জলরাশির হাতছানি, রাজত্ব ছিল পরিচতি-অপরচিতি পাখিদের। তবে দিনাজপুরের আশুড়ার বিলের একসময়কার সেই সৌর্ন্দয এখন কেবলই ইতিহাস। এখনকার চিত্রকাহন ধীরে ধীরে অস্তিত্ব বিলীনের। নেই কোনো জলরাশির হাতছানি। বিস্তৃর্ণ সমতল মাঠে শুধুই ফসলের চাষ।

বছরের পর বছর বিলের জায়গায় চাষাবাদ করছেন কৃষকরা, এমন দাবি নিয়েও রয়েছে নানা বিতর্ক। আশুড়ার বিলে পর্যটকদের পুরনো স্মৃতি আর এখনকার হতাশা, আকুতি জাগায় বিলটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার।

তবে আশার কথা, পানি সম্পদ পরিকল্পনা বিশেষজ্ঞ সাইদুর রহমান জানালেন, আশুড়ার বিলের হারানো রূপ ফেরাতে সরকারিভাবে নেয়া হচ্ছে মেগা পরিকল্পনা। আর নতুন পরিকল্পনা তখনই পূর্ণতা পায় যখন স্থানীয়দের আবেগ যুক্ত হয় তাতে।

নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে, চারপাশের শালবনকে দেয়া হবে পর্যটকদের মনের মতো রূপ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply