ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার গ্যাস লাইন কেটে দেবে যুক্তরাষ্ট্র

|

ইউক্রেনে আগ্রাসন চালানো হলে, রাশিয়া ও পশ্চিম ইউরোপের মধ্যেকার গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করা হবে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এমন হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, তাদের সিদ্ধান্তে সমর্থন জানাতে প্রস্তুত মিত্র জার্মানিও। পুতিন প্রশাসন হামলা চালালে ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ সামনে এগুবে না। এর মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার কথা।

ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনটি এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। যা নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর, ব্যয় হয়েছে ১১শ কোটি ডলার। তবে লাইনটি দিয়ে এখনও গ্যাস সরবরাহ শুরু হয়নি। প্রকল্পটি কার্যকর হলে সবচেয়ে লাভবান হবে ইউক্রেন।

দেশটিতে আগ্রাসন চালানোর লক্ষ্যে সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া, গেলো বছর থেকেই এ অভিযোগ তুলেছে পশ্চিমা বিশ্ব। তবে বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে পুতিন প্রশাসন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply