জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ দাখিল করেছে দুদক।
দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলের ৩৮০ পৃষ্ঠার সারসংক্ষেপ দাখিল করেছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এ মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ-টু আপীল গ্রহণ এবং খালেদার জামিন স্থগিত রেখে গত ১৯ মার্চ আপিল বিভাগ আদেশ দেন।
ওই আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষ এবং দুদককে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে। একইসঙ্গে এ আপিল শুনানির জন্য তারিখ নির্ধারণ করে ৮ মে শুনানির জন্য দিন ঠিক করেন আপিল বিভাগ এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের জামিন আদেশটি স্থগিত করেন।
Leave a reply