মাদাগাস্কার-মালাউয়ি-মোজাম্বিকে বন্যা পরিস্থিতির অবনতি

|

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার দেশ মাদাগাস্কার, মালাউয়ি ও মোজাম্বিক। সপ্তাহব্যাপী চলমান এ দুর্যোগে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭০ জন। আহত আরও কয়েক’শ।

নিহতদের মধ্যে রয়েছেন মাদাগাস্কারের ৪১ জন, মোজাম্বিকের ১৮ জন এবং মালাউয়ির ১১ জন। মৌসুমী ঝড় ‘অ্যানা’র তাণ্ডবে সৃষ্টি হয়েছে এ বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টির ফলে ভূমিধসও হয়েছে বেশকিছু এলাকায়। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অঞ্চলটির অন্তত ১৭ হাজার ঘরবাড়ি, স্কুলঘর ও হাসপাতাল ভবন। উদ্বাস্তু অন্তত দেড় লাখ বাসিন্দা।

এদিকে, বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাটসহ বহু স্থাপনা। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণহানি এড়াতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে উদ্ধারকাজ। মৌসুমি এ ঝড়ের প্রভাবে জিম্বাবুয়েতেও ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার গ্যাস লাইন কেটে দেবে যুক্তরাষ্ট্র
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply