‘প্রাথমিক শিক্ষকদের জীবনমান নিশ্চিতে বেতন বৃদ্ধির বিকল্প নেই’

|

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জীবনমান নিশ্চিত করতে বেতন বৃদ্ধির বিকল্প নেই বলে জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে নিজেদের দাবি পক্ষে এক সংবাদ সম্মেলনে নিজেদের ১০ গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকদের এই সংগঠনের নেতারা। তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ই দেশের ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার মূল আশ্রয়স্থল। অথচ নিম্ন বেতন কাঠামোর জন্য অনেক মেধাবীই সহকারী শিক্ষকের পেশায় আসতে আগ্রহী হয় না।

দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান বেতন দিয়ে কোনোভাবেই উন্নত জীবন যাপন সম্ভব নয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply