শ্রীলঙ্কার বিরুদ্ধে নাটকীয় জয়ে সেমিতে আফগানিস্তান

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ৪ রানের নাটকীয় জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। লো স্কোরিং ম্যাচে আফগানিস্তানের করা মাত্র ১৩৪ রানের জবাবে আরও বাজে ব্যাটিং পারফরমেন্সের পরিচয় দিয়ে ১৩০ রানে গুটিয়ে যায় লঙ্কান যুব দল।

অ্যান্টিগায় টস হেরে ব্যাট করতে নেমে ভিনুজা রানপলের বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে আফগানিস্তানের। মিডল অর্ডারে আব্দুল হাদির ৩৭ আর নুর আহমেদের ৩০ রানে ভর করে শেষ পর্যন্ত ১৩৪ রানে অলআউট হয় আফগানিস্তান। ১০ রান দিয়ে ৫ উইকেট নেন ভিনুজা রানপল।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররাও এদিন ছিলেন চূড়ান্ত ব্যর্থ। চাপ সামলাতে না পেরে ৪ লঙ্কান ব্যাটার কাটা পড়েন রান আউটে। শেষ দিকে অধিনায়ক দুনিথ ওয়েললালাগের ৩৪ আর রাভিন ডি সিলভার ২১ রানে জয়ের কাছাকাছি গেলেও ১৩০ রানে অলআউট হয় লঙ্কানরা। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়াই জয় পেয়েছে আর্জেন্টিনা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply