‘কোথায় টাকা’, চাদর খুলে দেখালেন জায়েদ

|

চাদর খুলে দেখালেন জায়েদ খান

নিপুনের অভিযোগ অস্বীকার করে জায়েদ খান চাদর নেড়ে দেখিয়ে সাংবাদিকদের বলেন, চাদরের নিচে কোথায় টাকা, দেখান।

তিনি আরও বলেন, সারাজীবন শিল্পীদের ভালোবাসা নিয়ে নির্বাচনে জিতেছি। শিল্পীদের নিজের হাতে ব্যাচ পরিয়ে দিয়েছি। কোনো টাকা দেইনি।

জায়েদ খান ক্ষোভ প্রকাশ করে জানতে চান, দুইবছরে শিল্পীদের জন্য কোনো কাজই কি করিনি যে টাকা দিতে হবে?

প্রতিপক্ষের উদ্দেশে তিনি বলেন, টাকা দিয়ে ভোট কেনা যায় না। শিল্পীদের কাছে ভোট চেয়ে নির্বাচনে জিতে আসতে প্রতিপক্ষকে আহ্বান জানান তিনি।

এর আগে নিপুন অভিযোগ করেন, জায়েদ খানরা ব্যারিকেড ভেঙে ভোটারদের সাথে দেখা করে চাদরের নিচ থেকে টাকা বের করে দিয়েছেন । তিনি আরও বলেন, এ বিষয়টি ইতোমধ্যে একবার নির্বাচন কমিশনারকে অবগত করা হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

প্রসঙ্গত, ২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে নতুন প্যানেলে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply