চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন জায়েদ খান।
তিনি আরও বলেন, রিয়াজ পোলিং এজেন্ট হিসেবে আছেন। তিনি ভোট পর্যবেক্ষণ করবেন। তিনি ভোটারদের প্রভাবিত করতে পারেন না।
নির্বাচনে জেতার বিষয়ে তিনি নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করেন গণমাধ্যমের কাছে। তার বিরুদ্ধে অপপ্রচার না করতে প্রতিপক্ষকে আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে নতুন প্যানেলে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। ২০২২-২০২৪ মেয়াদি এই নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।
Leave a reply