ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানিকে টপকে গেলেন দেশটির আরেক শিল্পপতি গৌতম আদানি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শেয়ার বাজার বন্ধের পরই আম্বানিকে ছাড়িয়ে যান গৌতম। খবর আনন্দবাজার পত্রিকার।
তবে এই প্রথম নয়, এর আগে ২০২১ সালের নভেম্বরেও এক বার আম্বানিকে টপকে যায় গৌতমের মোট সম্পদের মূল্য। সেই সময়ের হিসাবে জানা গিয়েছিল, আগের দু’বছরে গৌতমের সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৮০৮ শতাংশ। সেই জায়গায় আম্বানির একই সময়ে সম্পদ বাড়ে ২৫০ শতাংশের মতো।
প্রসঙ্গত, ফোর্বস পত্রিকার ‘রিয়েলটাইম ডেটা নেটওয়ার্থ’-এর হিসাব বলছে, বিশ্বের ১১তম ধনীর জায়গাটিও নিয়ে নিয়েছেন গৌতম। সম্প্রতি শেয়ার বাজারে পতন হলেও গৌতম আদানির গ্রুপ খুব একটা ধাক্কা খায়নি। তাতেই এই উত্থান বলে দাবি করা হয়েছে।
সর্বশেষ হিসাব বলছে, গৌতমের সম্পত্তির পরিমাণ প্রায় ৮৯.৫ বিলিয়ন ডলার। সেখানে আম্বানির ৮৯.৪ বিলিয়ন ডলার।
গুজরাটকেন্দ্রীক আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করেছে। চলতি মাসেই গৌতম আদানির গ্রুপ ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য শক্তিসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সংস্থা ‘পস্কো’র সঙ্গে চুক্তি করেছে।
এসজেড/
Leave a reply