চীনের পরই মোদির সাথে বৈঠকে মধ্য এশিয়ার দেশগুলো

|

ছবি: সংগৃহীত।

মধ্য এশিয়ার দেশগুলোর সাথে প্রথমবারের মতো বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীনের ভার্চুয়াল বৈঠকের দু’দিন পর বৃহস্পতিবারই (২৭ জানুয়ারি) এ বৈঠকের আয়োজন করলো ভারত। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

‘আঞ্চলিক সংযোগ ও সহযোগিতার সমন্বিত পদক্ষেপের ৩০ বছর’ শীর্ষক এ সম্মেলনে অংশ নেয় কাজাকিস্তান, কিরগিস্তান, তাজাকিস্তান ও উজবেকিস্তান। বৈঠকে আফগানিস্তান ইস্যুকে সবার মাথাব্যথার কারণ উল্লেখ করে মোদি বলেন, সমন্বিত সহযোগিতা ও পদক্ষেপ এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এছাড়া এদিন বৈঠকে অংশ নেয়া দেশগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা নিয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুন: সম্পদের হিসাবে মুকেশ আম্বানিকে টপকে গেলেন যে ভারতীয়

এ নিয়ে মোদি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমরা একই চিন্তা এবং লক্ষ্যে কাজ করে যাবো। একই সাথে আফগানিস্তানের উন্নয়ন নিয়েও আলাদা চিন্তা রয়েছে। আঞ্চলিক নিরাপত্তার খাতিরে আমাদের মধ্যকার যৌথ সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply